সমাজমাধ্যমের জাঁতাকলে মানুষের জীবন জেরবার। লাইক, শেয়ার এবং সাবসক্রাইবাবের মোহে কখনও কখনও মানুষ হারিয়ে ফেলে মূল্যবোধ। পরিচালক রাজদীপ ঘোষ তাঁর নতুন ওয়েব সিরিজ়ে সমাজমাধ্যমের এই বিপদকেই তুলে ধরেছেন। সিরিজ়ের নাম ‘@ফলোয়ার্স’। প্রকাশ্যে সিরিজ়ের চরিত্রদের ফার্স্ট লুক।
ইন্ডাস্ট্রির ইঁদুরদৌড়ের শিকার। সমাজমাধ্যমে ফলোয়ার বাড়াতে তাই অন্য পথে হাঁটার সিদ্ধান্ত নেয় সে। তার টিমের সঙ্গে পরিকল্পনা করে সে নিজের মৃত্যুর গুজব ছড়ায়। তার পর পুলিশ তদন্তে নামলে একে একে সত্য প্রকাশ্যে আসতে থাকে। সিরিজ়ের গল্পের সঙ্গে সাম্প্রতিক একটি ঘটনার মিল রয়েছে। গত বছর বলিউডে মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে নতুন করে প্রচারের আলোয় চলে আসেন। এই সিরিজ় কি সেই ঘটনার দ্বারা অনুপ্রাণিত? তা নিয়ে অবশ্য নির্মাতারা মুখ খুলতে নারাজ। রাজদীপের কথায়, ‘‘ফলোয়ার চাই-ই চাই! এক অদ্ভুত মারণরোগে আমরা মেতে উঠেছি। প্রতিবাদ প্রয়োজন। আমার ভাষা সিনেমা। তাই বিষয়টা শুনেই সিরিজ় পরিচালনার জন্য রাজি হয়ে যাই।’