কি‌শোরগ‌ঞ্জে বিএনপি’র দুই গ্রু‌পের সংঘ‌র্ষে ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি নিহত, আহত ৫

কি‌শোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

১২ জানুয়ারি (রবিবার) সকাল ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করার পর সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে দুই পক্ষের মধ্যে এক পর্যা‌য়ে তর্ক শুরু হয়। এ ঘটনার জের ধরে আজ দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ ৫ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রতনকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া ইন‌কিলাব‌কে বিষয়‌টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *