কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের সামনে
বিক্ষোভ করেছেন রোগীর স্বজনরা।
এরপর হাসপাতালের এক নার্সকে প্রত্যাহার করে নিয়ে ঘটনা তদন্তে কমিটি করে দিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিশ রঞ্জন সরকার বুধবার দুপুরে বলেন, “পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের সুপারিশ করা হবে।”
নিহতদের স্বজনরা বলেন, কটিয়াদি উপজেলার ধুলদিয়া নতুন বাজার এলাকার ফালু মিয়ার ছেলে মনিরুজ্জামান মল্লিককে (৩২) মঙ্গলবার ও নিকলী উপজেলার দামপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে জহিরুল ইসলামকে (২২) চারদিন আগে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে দুজনেরই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল।
মল্লিকের চাচাত ভাই মোজাফফরের অভিযোগ, “অপারেশনের পূর্ব প্রস্তুতি হিসেবে সকাল ৮টার দিকে সিনিয়র স্টাফ নার্স নাদিরা ওই দুই রোগীকে অপারেশন থিয়েটারে না নিয়ে ওয়ার্ডেই চেতনানাশক ইঞ্জেকশান পুশ করেন। এর ১৫-২০ মিনিটের মধ্যে ওয়ার্ডেই জ্ঞান হারিয়ে তারা মারা যান।”
দুই রোগীর মৃত্যুর ঘটনায় তাদের স্বজনরা হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন ও দোষীদের শাস্তির দাবি করে শ্লোগান দেন।
এ সময় বিক্ষুব্ধ কয়েকজন একটি গেইট ও কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে ইনজেকশন পুশ করা নার্সের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।”